নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য ও সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এ কে এম শাহজাহান কামালের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।
আজ (৩০ সেপ্টেম্বর) এক শোক বার্তায় তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান কামাল ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ভারত থেকে প্রশিক্ষণ গ্রহণ করে নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলায় সক্রিয়ভাবে যুদ্ধে অংশ নেন। তিনি একাধারে বিমান মন্ত্রী, সংসদ সদস্য ও জনতা ব্যাংকের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন। দেশের মুক্তিযুদ্ধ ও রাজনৈতিক অঙ্গণে প্রবীণ এই রাজনীতিবিদের অবদান জাতি চিরদিন স্মরণ করবে।
মোকতাদির চৌধুরী আরও বলেন, শাহজাহান কামালের সঙ্গে আমার খুবই হৃদ্যতাপূর্ণ সম্পর্ক ছিল। মৃত্যুর সংবাদটি আমাকে গভীরভাবে মর্মাহত করে। আমি তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাই।
উল্লেখ্য যে, শনিবার (৩০ সেপ্টেম্বর) ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা