
মো. ছাইদুল্লাহ, কসবা (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বাণিজ্যিক এলাকা কুটি বাজারে গত মঙ্গলবার গভীর রাতে ১০টি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে নিঃস্ব হয়ে গেছে ব্যবসায়ীরা।
ব্যবসায়ীদের দাবি, এতে তাদের কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। দমকল বাহিনী ধারণা করছেন বৈদ্যতিক শর্ট শার্কিট থেকে এ আগুনের সূত্র পাত ঘটেছে।
দমকল বাহিনী, উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানান, কুটি বাজার কসবা উপজেলার একটি বাণিজ্যিক এলাকা গত বুধবার রাত ১২টার দিকে কুটি বাজার মসজিদ সংলগ্ন মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এতে প্রায় ১০টি দোকান পুড়ে গেছে।
আগুনের সূত্রপাত একটি ব্যাটারি দোকান থেকে বৈদ্যুতিক সর্ট সার্কিটের কারণে হয়েছে বলে ধারণা করছেন। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কসবার কুটি চৌমহনী ফায়ার স্টেশনের দুটি দমকল বাহিনীয় প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
আগুনে পুড়ে যাওয়া দোকানগুলিরে মধ্যে রয়েছে, বেকারী, কনফেকশনারী, ওধুধের ফার্মেসী, ফলের দোকান, মিষ্টির দোকান, কাপড়ের দোকান।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, আগুনে তাদের সমস্ত মালামাল পুড়ে গেছে, এখন তারা একদম নিঃস্ব অবস্থায় রয়েছেন। এতে তাদের কমপক্ষে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
কসবার কুটি চৌমহনী ফায়ার সার্ভিসের লিডার নাজমুল হুদা বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দোকানের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা সম্ভব হয়নি।
কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ছামিউল ইসলাম আগুনে পুড়ে যাওয়া এলাকা পরির্দশন করেছেন।
তিনি বলেছেন; উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে ক্ষয়ক্ষতি নিরুপন করার জন্য বলা হয়েছে।












