শুক্রবার, ২৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ,১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

টাঙ্গাইল-২ আসনে ধানের শীষ নিয়ে লড়বেন আব্দুস সালাম পিন্টু

কবির হোসেন, টাঙ্গাইল: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনে প্রাথমিকভাবে মনোনয়ন পেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু।

সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩৫ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেন।

এসময় মির্জা ফখরুল জানান, টাঙ্গাইল-২ থেকে আগামী নির্বাচনে অংশ নেবেন আব্দুস সালাম পিন্টু।

এছাড়া টাঙ্গাইলের অন্যান্য আসনেও প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছে টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে মনোনয়ন পেয়েছেন ফকির মাহবুব আনাম স্বপন (স্বপন ফকির), টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে অ্যাডভোকেট ওবায়দুল হক নাসির, টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে লুৎফর রহমান মতিন, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে রবিউল আওয়াল লাভলু, টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে আবুল কালাম আজাদ সিদ্দিকী এবং টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে মনোনয়ন পেয়েছেন অ্যাডভোকেট আহমেদ আজম খান।

তবে টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপি এখনো প্রার্থীর নাম ঘোষণা করেনি। ওই আসনের প্রার্থী পরে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, , বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *