শনিবার, ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ,১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

ঢাকা-৯ আসন চষে বেড়াচ্ছেন মনোনয়ন প্রত্যাশী আনিসুর রহমান সরকার

নিজস্ব প্রতিবেদক : আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা-৯ আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ঢাকা দক্ষিণ ছাত্রলীগের সাবেক সফল সভাপতি ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২নং ওয়ার্ড-এর বার বার নির্বাচিত কাউন্সিলার আলহাজ্ব মোহাম্মদ আনিসুর রহমান সরকার। বর্তমান সরকারের উন্নয়নমূলক লিফলেট বিতরণ করছে।
তিনি এলাকার বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ, প্রচার-প্রচারণা ও গণসংযোগ করে যাচ্ছেন।
এছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য কামনা করে দোয়া ও সমর্থন চেয়ে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন আওয়ামী লীগের এই তরুণ নেতা। এ সময় স্থানীয় আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী প্রচারণায় অংশ নেন।

তিনি বলেন, ঢাকা-৯ আসনের দুর্ভোগময় প্রতিটি এলাকা পর্যবেক্ষণ করেছি। এলাকার সর্বত্রই ফেস্টুন, ব্যানার, পোস্টার ও বিলবোর্ড টাঙিয়েছে আমার নেতাকর্মীরা। সরকারের উন্নয়নমূলক সকল কর্মকাণ্ডের লিফলেট জনগণের সামনে তুলে ধরে এগিয়ে যাচ্ছি।

দলীয় মনোনয়নের বিষয়টি নির্ধারণ না হলেও ঢাকা-৯ আসনের তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দিন-রাত প্রচার চালিয়ে যাচ্ছেন এ তরুণ রাজনীতিবিদ।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *