খাঁন মো. আ. মজিদ, দিনাজপুর : দিনাজপুরে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৮ জন। তাদের এম আব্দুর রহিম মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।
শুক্রবার সকাল ৬টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের সদর উপজেলার পাঁচবাড়ি বাজার শশরা চকরামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
ঘটনাস্থলেই ট্রাকচালক হাসু (৪০) ও নাবিল কোচের হেলপার নিহত হন। অন্যদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুজন মারা যান বলে নিশ্চিত করেছেন দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, যাত্রী নিয়ে নাবিল পরিবহনের একটি বাস রাণীশংকলে যাচ্ছিল। একই সময় বিপরীত দিক আম বোঝাই একটি ট্রাক গোবিন্দগঞ্জের দিকে যাচ্ছিল। দুটি গাড়ি পাঁচবাড়ি বাজারের চকরামপুর শশরা এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দুজন।
ওসি জানান, দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাকটি পুলিশের হেফাজতে রয়েছে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা