নবীনগর( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাক্ষণবাড়িয়া-৫ নবীনগর আসনের আওয়ামী লীগ মনোননীত প্রার্থী ফয়জুর রহমান বাদল আজ রতনপুর ইউনিয়নে গণসংযোগকালে নৌকার বিরোধী ব্যক্তিদের ইঙ্গিত করে বলেছেন, নবীনগর উপজেলায় যারা বিগত উপজেলা নির্বাচনে নৌকার বিরোধীতা করেছিলেন এখন নৌকার পক্ষে কাজ করে নিজেদের পাপমোচন করুন। এর আগে গতকাল তার নির্বাচনী জনসভায় বলেছিলেন ,গত উপজেলা নির্বাচনে আমাদের নৌকা পাশ করেছিলো,কিন্তু ফলাফল ছিনতাই করা হয়েছে। তার এমন কঠোর বক্তব্যের বিষয়টি জানতে তার বেশ কয়েকজন অনুসারীর সঙ্গে একটু আগে কথা হয়। তারা জানান বাদল সাহেব নির্বাচন উপলক্ষে নবীনগরে পরিস্কার মেসেজ দিতে চাচ্ছেন ,নবীনগরের মাটিতে আর কোন অত্যাচার ও জুলম সহ্য করা হবে না। তিনি সিন্ডিকেট ও দালালদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও হুশিয়ারী দিয়েছেন।শুধু তাই নয়, যারা বিগত এমপির নাম ভাঙ্গিয়ে নবীনগরের সাধারণ মানুষকে হয়রানি করেছে, জুলুম করে অবৈধ সম্পদ গড়েছেন তাদের বিষয়টিও খতিয়ে দেখবেন বলে জানিয়েছেন।
সূত্র জানায়,বির্তকিত কোন ব্যক্তিকে ফয়জর রহমান বাদল তার গণসংযোগে দেখতে চান না বলে পরিস্কার জানিয়ে দিয়েছেন। এজন্য নির্বাচন উপলক্ষে বর্তমান সংসদের আস্থাভাজন কয়েকজন ব্যক্তি যাদের বিরুদ্ধে সাধারণ মানুষকে হয়রানি ও দুর্নীতির অভিযোগ আছে তাদের কোন ভাবে তার প্রচারণার জন্য ডাকেননি। এমনকি সৌজন্যে দেখিয়ে ফোনও করেননি।
শুধু তাই নয়, আগামী কয়েকটা দিন তারা যেনো কোন ভাবেই তার সঙ্গে মিশতে না পারে,তার প্রচারণায় এসে বিভ্রান্তি ছড়াতে না পারে এজন্য তার ঘনিষ্ঠদের নির্দেশনা দিয়েছেন। ফয়জুর রহমান বাদল পরিস্কার জানিয়ে দিয়েছেন,তিনি কোন দালাল আর সিন্ডিকেটকে সহ্য করবেন না।
জানা গেছে, ফয়জুর রহমান বাদল এমপি নির্বাচিত হলেও বর্তমান সংসদের আস্থাভাজন হিসেবে যে কয়েকজনের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি ও মানুষ ঠকানোর অভিযোগ যাদের নামে আছে তাদেরকে তার সঙ্গে দেখতে চান না বলে সাফ জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা