বুধবার, ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ,৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হলেন দাউদার মাহমুদ

কাবিল উদ্দিন কাফী, সিংড়া (নাটোর): নাটোরের সিংড়া উপজেলা বিএনপির সদস্য সচিব দাউদার মাহমুদ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক পদ পেলেন।

রোববার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে রহিম নেওয়াজকে আহ্বায়ক ও আসাদুজ্জামান আসাদকে সদস্য সচিব করে ১৬ সদস্য বিশিষ্ট নাটোর জেলা বিএনপির আংশিক কমিটির অনুমোদন দেন। এ কমিটিতে যুগ্ম আহ্বায়ক করা হয় দাউদার মাহমুদকে।

দাউদার মাহমুদ ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-৩ (সিংড়া) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ছিলেন। এছাড়া তিনি সিংড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, পৌর বিএনপির সভাপতি ও ছাত্র রাজনীতিতে সিংড়া উপজেলা ছাত্রদলের পরপর দুইবার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। আওয়ামী লীগের শাসনামলে রাজনৈতিক মামলায় বহুবার কারাভোগ করেন। তার ব্যবসা-প্রতিষ্ঠানে হামলা হয়। বিগত সরকারের সময় সিংড়ায় একদফাসহ কেন্দ্রীয় বিএনপির সকল কর্মসূচি সফলভাবে পালন করেন তিনি।

দাউদার মাহমুদ বলেন, আমাকে নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনোনীত করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও দেশনায়ক তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে দীর্ঘ ২৮ বছর ধরে ছাত্রদল ও বিএনপির রাজনীতি করে আসছি। বিগত দিনে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচি ও আন্দোলন-সংগ্রাম করতে গিয়ে হামলা-মামলার শিকার হয়েছি। বহুবার কারাভোগ করেছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে ২০১৮ সালে ধানের শীষ হাতে তুলে দিয়েছে। এতে আমি কৃতজ্ঞ। দেশনায়ক তারেক রহমান আমার প্রেরণা।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ