নেত্রকোণা প্রতিনিধি: নাশকতার মামলায় নেত্রকোনা সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, নেত্রকোণা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ হাসান খান অভ্র (৫২)-কে ঢাকার কলাবাগান এলাকা থেকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
নেত্রকোনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ লুৎফর রহমান সাংবাদিকদের কাছে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান,
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নেত্রকোনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদ্য বিলুপ্ত সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মারুফ হাসান খান অভ্র দলীয় নেতাকর্মীদের নিয়ে সাধারণ ছাত্র ছাত্রীদের উপর অত্যাচার নির্যাতন চালায়।
এ ঘটনায় ১ সেপ্টেম্বর নেত্রকোনা মডেল থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়।
ডিবি পুলিশের একটি টিম বৃহস্পতিবার সকালে ঢাকার কলাবাগান এলাকা থেকে নাশকতা মামলার এজাহার নামীয় আসাাম জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মারুফ হাসান খান অভ্রকে গ্রেফতার করা হয়েছে। দুপুরে তাকে ঢাকা থেকে নেত্রকোনায় নিয়ে আসা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা