শুক্রবার, ২৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ,১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

ফেসবুকে এডিটেড অশালীন ছবি: ঢাবি শিক্ষক মোনামীর মামলা

যায়যায়কাল প্রতিবেদক: ফেসবুকে এডিটেড অশালীন ছবি পোস্ট এবং কুরুচিপূর্ণ ও মানহানিকর মন্তব্য করার অভিযোগে সাংবাদিক মুজতবা খন্দকারসহ চারজনের বিরুদ্ধে মামলা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) লোকপ্রশাসন বিভাগের শিক্ষক ও সহকারী প্রক্টর শেহহরীন আমিন ভুঁইয়া মোনামী। মামলায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদেরও আসামি করা হয়েছে।

সোমবার শাহবাগ থানায় মামলাটি করা হয়েছে বলে নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালিদ মুনসুর। তিনি বলেন, মামলার বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

মামলার এজাহারে বলা হয়েছে, এক নম্বর আসামি সাংবাদিক ও অ্যাক্টিভিস্ট মুজতবা খন্দকার নিজের ফেসবুক আইডি থেকে শিক্ষক মোনামীর একটি ছবি অশালীনভাবে এডিট করে পোস্ট করেন। ওই পোস্টে তিনি ক্যাপশন দেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ইনি, পোশাকের স্বাধীনতায় পরেছে বিকিনি’।

এজাহারে আরো বলা হয়, দুই নম্বর আসামি লেখক ও অ্যাক্টিভিস্ট মহিউদ্দিন মোহাম্মদ ভুক্তভোগীকে ‘যৌন-কল্পনার রসদ’ আখ্যা দিয়ে নিজের ফেসবুক আইডিতে একটি ফটোকার্ড শেয়ার করে কুরুচিপূর্ণ ও মানহানিকর মন্তব্য করেছেন।

তৃতীয় আসামি ঢাকা কলেজের শিক্ষার্থী নিরব হোসাইন একটি নিউজ পোর্টালের ফেসবুক পোস্টের মন্তব্যের ঘরে তাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। চার নম্বর আসামি আশফাক হোসাইন ইভান তার ফেসবুক পোস্টে এডিট করা অশালীন ছবি পোস্ট করেছেন। মামলার এজাহারে প্রত্যেকের ফেসবুক আইডি ও সংশ্লিষ্ট পোস্টের স্ক্রিনশট সংযুক্ত করা হয়।

অভিযোগে আরো বলা হয়েছে, অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা বিভিন্ন ফেসবুক আইডি থেকে সেই ছবিগুলো ক্রমাগতভাবে এডিট করে পুনরায় পোস্ট করে যাচ্ছেন এবং শেহহরীন আমিন ভুঁইয়া মোনামী সম্পর্কে কুরুচিপূর্ণ, অশালীন ও মানহানিকর মন্তব্য করে তাকে সামাজিকভাবে উপহাস ও পীড়িত করছেন। শিক্ষক নিজ অফিস কক্ষে বসে সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব দেখে বিরূপভাবে মানসিক আঘাত পেয়েছেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে মামলাটি করা হয়েছে বলে জানান তিনি।

এদিকে মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশ অনুযায়ী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।

মামলা করার সময় ডাকসুর কমন রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক উম্মে সালমা এবং মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতিমা তাসনিম জুমা উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *