মো. নাজমুল ইসলাম
বাবা তোমার কঠিন হাতে
জীবনের ভার বইতে দেখেছি,
স্নেহের ঝর্ণাধারা বুকের ভিতর
তবু অটল থাকতে দেখেছি।
তোমার শাসন ছিল কড়া,
তার গভীরে ছিল ভালোবাসা,
যে ভালোবাসা শব্দহীন,
তবুও স্পর্শ করে আত্মা।
তুমি ছিলে ছায়া হয়ে
আমার মাথার উপর,
তোমার পরিশ্রমে ভরা জীবন
আমার পথ করেছে সুগম।
আজও আমি অনুভব করি
তোমার সেই স্পর্শ,
তুমি ছিলে, আছো, থাকবে চিরকাল
আমার জীবনের আদর্শ।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা