কাজী আল-আমিন, বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার চান্দুরা হিলফুল ফুজুল যুব সংগঠনের আয়োজনে সন্ত্রাসী সংগঠন ইসকন এর বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল হয়েছে।
শুক্রবার সকাল ১০টায় উপজেলা চান্দুরা ডাকবাংলা মাঠ হতে মিছিল শুরু করে আমতলী বাজার গ্রামীণ ব্যাংক প্রদক্ষিণ করে বাজার মোড় মেঘনা ডায়াগনস্টিক সেন্টার এর সম্মুখে মিছিলটি শেষ হয়।
মাওলানা আফজাল হোসেন, মাওলানা এনামুল হক সুমন, হাফেজ ক্বারী মোবাশ্বির হোসেন, মাওলানা কবির হোসেন, মাওলানা আবুল ইউসুফ, হাফেজ শহিদুল ইসলাম, হাফেজ মাওলানা ইসহাক, মাওলানা নিজামুদ্দিন ও মাওলানা রোকনউদ্দিন এর পরিচালনায় উক্ত প্রতিবাদে হাজারো মানুষের উপস্থিতি ছিল।
এ সময় বক্তারা বলেন, চট্টগ্রামের আইনজীবী শহীদ সাইফুল ইসলামকে আদালত চত্বরে দিবালোকে জবাই করে হত্যায় জরিত জঙ্গি সংগঠন ইসকনকে নিষিদ্ধ ও ইসকনের দালালদের গ্রেফতারের দাবী জানান এবং বাংলাদেশের সংখ্যালঘু নিরাপত্তা নিশ্চিত করতে পেরেছি কিন্তু ইসকনকে উস্কানি দাতা ভারত তার দেশের মুসলিম সংখ্যালঘুদের উপর নির্যাতন বন্ধ করতে পারেনি। আমাদের দেশে সংখ্যালঘুরা আমাদের ভাই, তাদের কোনো ক্ষতি হতে দেব না।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা