ইব্রাহীম আহমেদ, টঙ্গী (গাজীপুর): গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের একটি অংশ দখল করে শনিবার বিএনপি নেতা-কর্মীরা সমাবেশ করেন।
এই সমাবেশের মূল দাবি ছিল স্থানীয় নেতা নূরুল ইসলাম সরকারের মুক্তি। সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত সমাবেশ চলাকালে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে যাত্রী ও সাধারণ মানুষকে তীব্র ভোগান্তি পোহাতে হয়।
বিভিন্ন স্থানে যানজট তৈরি হওয়ায় ট্রাফিক পুলিশ যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করে। তবে দীর্ঘ সময় ধরে সড়কে আটকে থাকা যানবাহন ও যাত্রীদের চরম দুর্ভোগের সম্মুখীন হতে হয়। সমাবেশে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন এবং তারা সরকারের প্রতি বিচারব্যবস্থার নিরপেক্ষতা নিশ্চিত করার আহ্বান জানান।
এদিকে, পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, সমাবেশ নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল এবং পরিস্থিতি শান্ত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা