প্রিন্ট এর তারিখঃ মার্চ ২৩, ২০২৫, ৩:২৬ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১৪, ২০২৫, ২:২৮ অপরাহ্ণ
রৌমারীতে বিজিবি’র জনসচেতনতা মূলক মত বিনিময় সভা অনুষ্ঠিত

লিটন সরকার রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: রৌমারীতে বিজিবি'র জনসচেতনতা মূলক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) ১১ টার দিকে জামালপুর ব্যাটালিয়নের অধীনস্ত কুড়িগ্রামের রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নের মোল্লারচর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার বেহুলার চর গ্রামের স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন, মোল্লারচর বিওপি কমান্ডার নায়েব সুবেদার মো. সাইফুল ইসলাম ।
এ সময় মোল্লারচর বিওপি কমান্ডার বক্তারা বলেন, এলাকায় চোরাচালান ও মাদকদ্রব্য প্রতিরোধ করা।সীমান্তে শুন্য লাইনে গরু,ছাগল,ভেড়া যেন চড়ানো না হয় সম্পর্কে আলোচনা। অবৈধ ভাবে যেন ভারতে অনু- প্রবেশ না করে সে সম্পর্কে আলোচনা । সীমান্তে হঠাৎ অপরিচিত ব্যক্তি দেখলে সাথে সাথে বিজিবিকে অবগত করা। মাদকদ্রব্য কুফল সম্পর্কে। নারী ও শিশু,মানব পাচার প্রতিরোধ সম্পর্কে।
আলোচনা করা হয়। বিএসএফ কর্তৃক সীমান্তে অবৈধ কাঁটাতার বা কোন স্থাপনা নির্মাণ করলে তাৎক্ষণিক বিজিবিকে যেন অবগত করানো হয়। সর্বশেষে বিজিবি কে সর্বাত্মক সহযোগিতা করার আহ্বান করে উক্ত সভা সুষ্ঠ ও সুন্দর ভাবে সম্পন্ন করা হয়।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা