সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ,২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সৈয়দপুরে আ’লীগের ৯০ নেতাকর্মীর বিরুদ্ধে ভাঙচুরের মামলা

মো. সাইফুল ইসলাম, নীলফামারী : নীলফামারীর সৈয়দপুরে বিএনপি কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুরের অভিযোগে আওয়ামী লীগের ৯০ নেতা–কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। এতে অজ্ঞাতনামা আরও ৪০০ জনকে আসামি করা হয়েছে।

শনিবার বিকালে পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ আশিফুর রহমান বাবলু বাদী হয়ে থানায় মামলাটি দায়ের করেন।

রোববার সৈয়দপুর থানার উপপরিদর্শক মো. আকমল হোসেন মামলার সত্যতা নিশ্চিত করেছেন।

আসামিরা হলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোখছেদুল মোমিন, সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিন, পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম বাবু, মহিলা লীগের সভাপতি ও সাবেক মেয়র রাফিকা আকতার জাহান বেবী, ছাত্রলীগের সভাপতি মোমেন শাহরিয়ার টুটুল, সাধারণ সম্পাদক সজীব, পৌর ছাত্রলীগের সভাপতি সিফাত সরকার, সাধারণ সম্পাদক শহিদুজ্জামান শুভ শেখ প্রমুখ।

মামলার বিবরণে জানা যায়, গত ৪ আগস্ট দুপুরে আসামিরা বিভিন্ন এলাকা থেকে দেশীয় অস্ত্র হাতে নিয়ে শহরে ঢুকে বিএনপির সৈয়দপুর সাংগঠনিক জেলা কার্যালয়ে হামলা চালান। এ সময় অফিসে থাকা মূল্যবান আসবাব ভাঙচুর করে। এ ছাড়া অফিসে থাকা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছবি ভাঙচুর করে। এসব ভাঙচুরে অফিসের বিভিন্ন জিনিসপত্র নষ্ট হয়ে প্রায় ছয় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

সৈয়দপুর থানার উপ-পরিদর্শক মো. আকমল হোসেন বলেন, অভিযুক্তদের তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে মামলাটি নীলফামারী আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেন তিনি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on tumblr
Tumblr
Share on telegram
Telegram

, , বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ