যায়যায় কাল ডেস্ক : সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সে হিসাবে আগামী ১৬ জুন সেখানে কোরবানির ঈদ উদযাপিত হবে; তার আগের দিন হবে হজ।
বৃহস্পতিবার সন্ধ্যায় সৌদি আরবের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে বলে দেশটির সুপ্রিম কোর্ট এক বিবৃতিতে জানিয়েছে।
গালফ নিউজ জানিয়েছে, ফলে শুক্রবার থেকে সেখানে জিলহজ মাস গণনা শুরু হবে। সেই অনুযায়ী, আগামী ১৫ জুন আরাফাতের ময়দানে হজের মূল আনুষ্ঠানিকতা হবে। আর পরদিন কোরবানির মধ্য দিয়ে ঈদুল আজহা উদযাপন হবে।
মক্কার অদূরে আরাফাত ময়দানে সমবেত হয়ে প্রার্থনা ও খুৎবা শোনাকে হজ ধরা হলেও এই ধর্মীয় অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয় একদিন আগে। আর ঈদের দিন পশু কোরবানির মধ্যদিয়ে হজের আনুষ্ঠানিকতা শেষ হয়।
বিশ্বের প্রায় ১২ লাখ মানুষ হজ পালনে সৌদি আরব জড়ে হচ্ছেন। বাংলাদেশ থেকে ৮৩ হাজারের বেশি মানুষ যাচ্ছেন হজ পালনে।
সৌদি আরবের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেলেও মধ্যপ্রাচ্যের আরেক দেশ ওমানে চাঁদ দেখা যায়নি বলে গালফ নিউজ জানিয়েছে।
ফলে ওমানে ৮ জুন হবে জিলহজ মাসের প্রথম দিন এবং সৌদি আরবের পরদিন ১৭ জুন কোরবানির ঈদ উদযাপন হবে দেশটিতে।
বাংলাদেশে সাধারণত সৌদি আরবের একদিন পর ঈদ হয়। চাঁদ দেখা কমিটির বৈঠকের পর ঈদের দিনের ঘোষণা আসবে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা