যায়যায়কাল প্রতিবেদক: রাজধানীর শান্তিনগরে অবস্থিত হাবিবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজে গত মঙ্গলবার নবীন বরণ ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এস এম আমানুল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজের প্রতিষ্ঠাতার সুযোগ্য উত্তরসূরী প্রখ্যাত সাংবাদিক ইকবাল বাহার চৌধুরী, ফারহান বাহার চৌধুরী। অত্র কলেজের বিদ্যুৎসাহী সদস্য ফজলে রুবায়েত পাপ্পু, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলীবর্দী।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হাবিবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজের পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. তৌফিকুল ইসলাম মিথিল।
সভা শেষে হাজারো ছাত্র শিক্ষকদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। গত ১৫-১৬ বছর এরকম আনন্দঘন পরিবেশে আর কোনো অনুষ্ঠান হাবিবুল্লাহ বাহার কলেজে হয়নি বলে শিক্ষক-শিক্ষার্থীরা জানান।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা