সোমবার, ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ,২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

হিলিতে ডাবল গরু ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

কৌশিক চৌধুরী, হিলি: ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল, অন্যতম ফুটবল, যে মুখে ডেকেছি মা, সে মুখে মাদক না, এই পতিপাদ্যাকে সামরে রেখে দিনাজপুরের হিলিতে মরহুম এমদাদুল হক মাস্টার স্মৃতি ডাবল গরু ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকালে সাড়ে ৩ টায় হাকিমপুর উপজেলার আলিহাট ইউনিয়নের ইটাই গ্রামে অস্থায়ী মাঠে এ টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধন করেন দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি মোকাররম হোসেন।

ফাইনাল খেলায় দাউদপুর একাডেমি বনাম ওয়াসেস একাডেমি নয়ানগর দল অংশগ্রহণ মধ্যদিয়ে খেরাটি শুরু হয় । দুই দলের হাডা হাডি লরায়ে নির্ধারিত সময়ের মধ্যে দাউদপুর একাডেমি ওয়াসেস একাডেমি নয়ানগর দলকে ৩-০ পরাজিত করে জয় লাভ করেন।

খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে গরু তুলে দেন অতিথি বৃন্দ।

এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুর আলম খোকন, দিনাজপুর চেম্বার অব কমার্সের পরিচালক মনজুর মোরশেদ সুমন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি গোলাপ হোসেন,, সাংগঠনিক সম্পাদক রায়হান আলী, হাকিমপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহিনুর ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক, টুর্নামেন্ট কমিটির সভাপতি এনামুল হক আনাম, সদস্য সচিব  মাসুদ রানা সহ আরও অনেকে।

আয়োজককারী মাসুদ রানা বলেন, প্রত্যন্ত গ্রাম অঞ্চলের তরুণ ও যুবসমাজ কে মাদক থেকে দূরে সরিয়ে রাখতে এবং মোবাইল আসক্ত থেকে তাদের দূরে রাখতে এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। আগামীতে ক্রিকেট, ফুটবল ও ভলিবল সহ বিভিন্ন টুর্নামেন্টের আয়োজন করা হবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ