পারভেজ আলম আদেল, স্টাফ রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অপরাধ নিয়ন্ত্রণে সাহসিকতা ও আন্তরিকতার স্বাক্ষর রেখে সম্মাননা পেলেন সরাইল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জয়নাল আবেদীন।
ডাকাতি, মাদক ও ইভটিজিং প্রতিরোধে বিশেষ অবদান রাখায় সোমবার দুপুরে সরাইল উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় তাকে আনুষ্ঠানিকভাবে সম্মাননা প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও আইনশৃঙ্খলা কমিটির সভাপতি মো. মোশারফ হোসাইন তার হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল হাসান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাস্টার, বর্তমান সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপুসহ বিভিন্ন শ্রেণিপেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সম্মাননা পেয়ে আবেগাপ্লুত এসআই জয়নাল আবেদীন বলেন, “দীর্ঘ তিন বছর ধরে সরাইল থানায় দায়িত্ব পালন করছি। এই সময়ের মধ্যে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধমূলক কর্মকাণ্ড দমনে নিরলস চেষ্টা করেছি। জনগণের সেবা ও পুলিশের সম্মান রক্ষাই ছিল আমার মূল লক্ষ্য। আজকের এই স্বীকৃতি ভবিষ্যতে আরও দায়িত্বশীলভাবে কাজ করার অনুপ্রেরণা জোগাবে।”
তিনি আরও বলেন, “এই অর্জন আমার একার নয়। আমার সহকর্মী, সিনিয়র কর্মকর্তা ও সরাইলের জনগণের সহযোগিতায় এটা সম্ভব হয়েছে। আমি সবাইকে ধন্যবাদ জানাই এবং সামনে আরও কার্যকরভাবে দায়িত্ব পালনের জন্য সবার দোয়া ও সহযোগিতা কামনা করি।”
এসআই জয়নালের এই সম্মাননা সরাইলের সাধারণ মানুষের মধ্যেও ইতিবাচক সাড়া ফেলেছে। অনেকেই মনে করছেন, এই ধরনের স্বীকৃতি সাহসী ও সৎ পুলিশ কর্মকর্তাদের কাজের অনুপ্রেরণা বাড়াবে এবং আইনশৃঙ্খলা রক্ষায় আরও দৃঢ় ভূমিকা রাখতে সহায়তা করবে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা