কাবিল উদ্দিন কাফী, সিংড়া (নাটোর): নাটোরের সিংড়ায় "অপারেশন ডেভিল হান্ট' অভিযানে মো. কাজল প্রাং (৪০) নামের সাবেক এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার বিকেলে পৌর শহরের বালুভরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার দুপুরে তাকে আদালতে পাঠায় পুলিশ। কাজল পৌরসভার ৬নং ওয়ার্ড যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও পৌর শহরের বালুভরা মহল্লার আব্দুল কাইয়ুমের ছেলে।
সিংড়া থানার ওসি আসমাউল হক গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনের সময় বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, মারধর ও ভাঙচুরের অভিযোগে দায়েরকৃত মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় উপজেলার রাখালগাছা বাজারে বিএনপি প্রার্থী দাউদার মাহমুদের গণসংযোগে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, মারধর ও ভাঙচুরের অভিযোগে গত বছরের ৫ সেপ্টেম্বর মামলা করেন তাজপুর ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিব। এ মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ ১৪ নেতাকর্মীকে আসামী করা হয়।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা