
প্রিন্ট এর তারিখঃ জুলাই ৮, ২০২৫, ২:২১ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২৮, ২০২৫, ৪:৫৬ অপরাহ্ণ
অবশেষে মাদারীপুরে অবৈধভাবে দখল হওয়া খাল উদ্ধার

মো. রিপন হাওলাদার, মাদারীপুর: মাদারীপুরে পৌর শহরের সৈদারবালী এলাকার শত বছরের ঐতিহ্যবাহী ‘সৈয়দারবালী খাল’ উদ্ধারের অভিযান পরিচালনা করেছে পৌর প্রশাসন।
সোমবার সকালে মাদারীপুর পৌরসভার প্রশাসক ও উপ-সচিব মো.হাবিবুল আলম এবং নির্বাহী ম্যাজিষ্ট্রেট সেবক মন্ডলের নেতৃত্বে পৌর এলাকার ৪নং ওয়ার্ডের মাতুব্বর বাড়ি মসজিদ থেকে ঋষিবাড়ি পর্যন্ত দুই কিলোমিটার খালটির অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন।
এ সময় উপস্থিত ছিলেন , মাদারীপুর পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা খন্দকার আবু আহমদ ফিরোজ ইলিয়াস, মেডিকেল অফিসার ডা. হরষিত বিশ্বাস,নগর পরিকল্পনাবিদ আরাফাত জামানসহ বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ সদস্য।
স্থানীয় সূত্রে জানা যায় খালটি প্রায় গত ৩০ বছর যাবত অবৈধ দখল হওয়ায় পানি চলাচল বন্ধ হয়ে যায়। এখন খালটি মুক্ত হওয়ায় সৈদারবাবালী-পানিছত্র ও শকুনী (আংশিক) এলাকার প্রায় ১০ হাজার পরিবার জলাবদ্ধতা থেকে নিরসন পাবে।
মাদারীপুর পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা খন্দকার আবু আহমদ ফিরোজ ইলিয়াস বলেন, ‘আমরা শহরের আরো যে খাল গুলো রয়েছে,সকল খালের তালিকা তৈরী করেছি। যেসব খাল দিয়ে এখন আর পানি প্রবাহ হয় না, সেই সব খালই দ্রুততম সময়ের মধ্যেই উদ্ধার অভিযান পরিচালনা করা হবে, খালগুলোতে পানি প্রবাহ নিশ্চিত করে খালগুলোকে বাঁচিয়ে রাখার পাশাপাশি মানুষের জলাবদ্ধার দুর্ভোগও কমিয়ে আনবো। ইতোমধ্যে আমরা সৈয়দারবালী খালের শতাধিক স্থাপনা উচ্ছেদ করেছি। এই ধারা অব্যাহত থাকবে। ’
মাদারীপুর পৌরসভার প্রশাসক ও উপ-সচিব মো. হাবিবুল আলম বলেন, ‘শত বছরের এতিহ্যবাহী ‘সৈয়দারবালী খাল’টি একটু একটু করে প্রায় সব খাল অবৈধভাবে দখল হয়ে পানি প্রবাহ বন্ধ হয়ে গিয়েছিল। এতে দীর্ঘদিন যাবত এই এলাকার মানুষেরা জলাবদ্ধতায় থাকত। আমরা খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ করছি এবং অনেকে নিজ উদ্যোগে সরিয়ে নিচ্ছে। পর্যায়ক্রমে আমরা শহরের সবগুলো খালই উদ্ধার অভিযান শুরু করব। যাতে শহরে জলবাদ্ধতা তৈরী না হয়।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা