
প্রিন্ট এর তারিখঃ জুলাই ৮, ২০২৫, ৫:০৪ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২৬, ২০২৫, ৫:৪১ অপরাহ্ণ
অভিযোগ কাটিয়ে ওঠার জন্য বাড়ি বাড়ি গিয়ে ভোটার হালনাগাদ- আবুল ফজল সানাউল্লাহ

শাহদাৎ হোসেন লাল, কুড়িগ্রাম: নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোঃ সানাউল্লাহ বলেছেন, ভোট যখনই হোক আমাদের একটা ভোটার তালিকা প্রযোজন হবে এবং এই ভোটার তালিকা নিয়ে কিছু অভিযোগ আছে সেগুলো নিরসন করতে হবে। আমাদের কমিশন সভার সিদ্ধান্ত মতেই বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা প্রনয়ন করা।
নির্দিষ্ট সময়ে খসরা হয়ে ২রা মার্চে গিয়ে চুড়ান্ত ভোটার তালিকা হয়ে যাবে। ভোটার তালিকা নিয়ে অভিযোগ কাটিয়ে ওঠার জন্য বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদ করা হবে। ভুয়া ভোটার তালিক,মৃত ভোটারদের উপস্থিতি,বিদেশি নাগরিকদের উপস্থিতি,দ্বৈত ভোটারদের উপস্থিতি। এগুলো কাটিয়ে উঠার জন্যই ভোটার তালিকা হাল নাগাদ করন।
নির্বাচন কমিশনার আরো বলেন,আমাদের প্রত্যাশা হচ্ছে আগামীতে একটা সুষ্ঠ,সুন্দর, গ্রহণযোগ্য ও প্রম্নহীন নির্বাচন করার। এই ধরনের নির্বাচনের প্রথম শর্তই হচ্ছে স্বচ্ছ ও সুষ্ঠ ভোটার তালিকা। নির্বাচনের দিনক্ষণ নির্বাচন কমিশনের হাতে নয়। তবে প্রধান উপাদেষ্ট যেমন বলেছেন চলতি বছরের ডিসেম্বর থেকে ২০২৬ সালের প্রথমার্ধে যেকোন সময় দিনক্ষন রাজনৈতিক দল গুলোর সাথে আলোচনা করে এই টাইম ফ্রেমকে ধরে নির্বাচন।
রোববার (২৬ জানুয়ারি) দুপুরে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সরকারি মীর ইসমাইল হোসেন কলেজ হল রুমে নতুন ভোটারদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এসময় কুড়িগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক উত্তম কুমার,জেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসেন,রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-ইমরানসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা