মো. শফিকুল ইসলাম, চট্টগ্রাম: ভুলবশত একটি খতিয়ান সৃজন করা হলেও এটা বাতিলপূর্বক নতুন খতিয়ান সৃজন করার তথ্য না জেনে অভিযোগ করার বিষয়ে দুঃখ প্রকাশ করেছেন বাদী। কর্ণফুলী উপজেলার ভূমি অফিসের কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে ভুলবশত অভিযোগ করার জন্য দুঃখ প্রকাশ করেছেন বাদী আনোয়ার হোসেন। প্রত্যাহার করা এই অভিযোগের বিষয়টি সম্পর্কে না জেনে কিংবা উদ্দেশ্য প্রণোদিত ভাবে হেয় প্রতিপন্ন করার লক্ষ্যে কেউ কেউ ঘোলা পানিতে মাছ শিকারে লিপ্ত রয়েছেন বলেও জানা যায়।
পটিয়া সিনিয়র সহকারী জজ আদালতের মামলা নং ১৩৭৮/২১ এর বিগত ২২/০৩/২২ ইং তারিখ ভুল বি.এস রেকর্ড সংশোধনের রায় ডিক্রী ভিত্তিতে ৩৮৭ নং খতিয়ানটি বাতিল করা হলেও ভুলবশত জনৈক আনোয়ার হোসেন এ ব্যাপারে একটি অভিযোগ করেছিলেন। পরবর্তীতে তিনি নিজের ভুল বুঝতে উক্ত অভিযোগটি প্রত্যাহার করার একটি আবেদন করেন বলেও জানান। এ ব্যাপারে আনোয়ার হোসেনের কাছ থেকে জানতে চাইলে তিনি বলেন, ভুলবশত খতিয়ান সৃজন হলেও কতৃপক্ষ বি.এস সংশোধন রায় ডিক্রি বাতিল করার বিষয়টি আমি অবগত না হয়ে অভিযোগ করেছিলাম। এজন্য আমি দুঃখ প্রকাশ করছি এবং অভিযোগটি গত ১৮ ডিসেম্বর ২০২২ইং তারিখে প্রত্যাহার করেছিলাম৷
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা