খাঁন মো. আ. মজিদ, দিনাজপুর: দিনাজপুরে বিদ্যুৎ গ্রাহক স্বার্থ রক্ষা কমিটির উদ্যোগে অসঙ্গতিপূর্ণ বিদ্যুৎ বিল, প্রিপেইড মিটার বন্ধ এবং অতিরিক্ত চার্জ থেকে অব্যাহতির দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার পিডিবি মোড়স্থ বিদ্যুৎ অফিসের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বিদ্যুৎ বিলের অসঙ্গতি ও অতিরিক্ত চার্জ সাধারণ গ্রাহকদের ওপর বাড়তি চাপ তৈরি করছে। এছাড়াও প্রিপেইড মিটার ব্যবহারে নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে গ্রাহকদের। তারা অবিলম্বে এসব সমস্যার সমাধান দাবি করেন।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী বক্তারা জানান, গ্রাহকদের স্বার্থ রক্ষায় বিদ্যুৎ বিভাগকে আরও দায়িত্বশীল হতে হবে। দাবি আদায় না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
এ কর্মসূচিতে বিপুলসংখ্যক বিদ্যুৎ গ্রাহক উপস্থিত ছিলেন। যারা তাদের ক্ষোভ ও দাবি তুলে ধরে কার্যকর পদক্ষেপের আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা