
প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৪, ২০২৫, ৭:৫১ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ২৮, ২০২৫, ১০:২৯ অপরাহ্ণ
অস্ত্র পরিষ্কার করার সময় গুলিবিদ্ধ পুলিশ হাসপাতালে ভর্তি

পাভেল ইসলাম মিমুল, উওরবঙ্গ: রাজশাহীতে অস্ত্র পরিষ্কার করার সময় গুলিবিদ্ধ হয়েছেন পুলিশের এক এসআই।
বুধবার দিবাগত রাত ১১টার দিকে কাটাখালী থানায় এই ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ৩১নং ওয়ার্ডে ভর্তি করা হয়।
আহত পুলিশ সদস্য হলেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কাটাখালী থানায় এসআই ওয়ারেস আলী (৪৫)। তার ডান পায়ের হাটুর ওপরে গুলি লাগে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস বলেন, আমরা শুনেছি বুধবার রাত সাড়ে ১১টার দিকে ওয়ারেস আলী নামের এক পুলিশের এসআই নিজের ইস্যুকৃত পিস্তল পরিষ্কার করার সময় দুর্ঘটনাবশত ডান পায়ের হাঁটুর ওপরে গুলিবিদ্ধ হন। পরে তাকে হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডে ভর্তি নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন আছেন। বর্তমানে তিনি আশঙ্কমুক্ত।
এবিষয়ে জানতে চাইলে কাটাখালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিনের মুঠোফোনে একাধিক বার কল করা হলেও তিনি রিসিভ করেননি।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা