যায়যায়কাল প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বন্ধু ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুনকে অস্ত্র মামলায় খালাস দিয়েছেন হাইকোর্ট।
এছাড়া হাইকোর্ট ২০০৭ সালের জুলাই মাসে মামুনকে দোষী সাব্যস্ত করে ১০ বছরের কারাদণ্ডের রায়ও বাতিল করেছে।
সোমবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের বেঞ্চ বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে মামুনের দায়ের করা আপিলের শুনানি শেষে এই রায় ঘোষণা করেন।
মামুনের আইনজীবী সাব্বির হামজা চৌধুরী জানান, অবৈধ অস্ত্র রাখার অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাকে খালাস দিয়েছেন।
তিনি বলেন, ২০০৭ সালের ২৬ জানুয়ারি গ্রেপ্তার হওয়া গিয়াস উদ্দিন আল মামুন গত বছরের ৬ আগস্ট মুক্তি পাওয়ার পর চারটি মামলায় হাইকোর্ট থেকে খালাস পেয়েছেন।
আদালতে মামুনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ সাঈদ আহমেদ রাজা।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা