খাঁন মো. আঃ মজিদ, দিনাজপুর: অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরিসহ বেশ কিছু অভিযোগে দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতে চারটি সেমাই কারখানা মালিককে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত হিলির স্টেশন ডাঙ্গাপাড়া এলাকায় বিভিন্ন সোমাই কারখানায় অভিযান চালিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত রায় এই জরিমানা করেন। এ সময় দিনাজপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক বোরহান উদ্দিন ও বিএসটিআইয়ের প্রতিনিধি ও পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত রায় বলেন, আসন্ন ঈদুল ফিতরকে ঘিরে হিলির স্টেশন ডাঙ্গাপাড়া এলাকায় একটি লাইসেন্স দিয়ে একাধিক সেমাই কারখানা পরিচালনা, অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি ও কৃত্রিম রঙ ব্যবহারের অপরাধে চারটি কারখানা মালিককে এসব জরিমানা করা হয়েছে এবং লাইসেন্সবিহীন কারখানাগুলো সিলগালা করা হয়েছে। সেই সঙ্গে বেশ কিছু নির্দেশনা প্রদান করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা