বিজয়নগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ডাকাতি সংগঠিত হওয়ার ৭২ ঘন্টার মধ্যে ৫ ডাকাত গ্রেফতার এবং লুন্ঠিত মালামাল উদ্ধার করেন বিজয়নগর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার সমন্বয়ে একটি চৌকস টিম। পরে উক্ত মামলায় দুই বারে আরো ৩ জন ডাকাতকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়।
গ্রেফতারকৃত আসামীগন বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।
এরূপ সাহসী কাজের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ পুলিশ এর আইজিপি কর্তৃক প্রদত্ত পুরষ্কার বিজয়নগর থানার অফিসার ইনচার্জ ও জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের হাতে তুলে দেন ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার মোহাম্মাদ শাখাওয়াত হোসেন।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), ব্রাহ্মণবাড়িয়া সহ জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলো।
বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মোঃ রাজু আহমেদ জানান, এই সফলতার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলার মাননীয় পুলিশ সুপার স্যার, অতিরিক্ত পুলিশ সুপার স্যারকে কৃতজ্ঞতা জানাচ্ছি সঠিক দিকনির্দেশনা প্রদান করে গুরুত্বপূর্ণ অপারেশন সফল ভাবে পরিচালিত করার জন্য। পাশাপাশি বিজয়নগর থানার সকল অফিসারদের অক্লান্ত পরিশ্রমে এই সফলতা। তাই তাদের সবার প্রতি শুভেচ্ছা রইলো। আশা করি এই সফলতার প্রাপ্তি আমাদের আগামী দিনের কর্মকান্ডকে অনুপ্রাণীত করবে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা