প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৬, ২০২৫, ৩:৫৭ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১৬, ২০২৫, ৭:৪৯ অপরাহ্ণ
আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার পরিদর্শন করলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব
যায়যায় কাল প্রতিবেদক, পীরগঞ্জ: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী এনডিসি রংপুরের পীরগঞ্জ উপজেলার আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার পরিদর্শন করেছেন।
বৃহস্পতিবার সকালে পীরগঞ্জের লালদিঘীতে ইনকিউবেশন সেন্টার আসেন তিনি। এ সময় বাংলাদেশ হাইটেক পার্ক এর ব্যবস্থাপনা পরিচালক একে এম আমিরুল ইসলাম, আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টারের প্রকল্প পরিচালক হুমায়ুন কবির, রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) ময়নুল ইসলাম, বেগম রোকেয়া বিশ্ব লবিদ্যালয়ের শিক্ষক মিজানুর রহমান, পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগমসহ পীরগঞ্জস্থ আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টারের সংশ্লিষ্ট ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরিদর্শন কালিন সময়ে সচিব শীষ হায়দার চৌধুরী বলেন, এই আইটি সেন্টারের কিছু কাজ এখনও অবশিষ্ট রয়েছে। তারপরও এটি উদ্ভোধন করা হয়েছিল। আমরা আশা করছি আগামী ২ মাসের মধ্যে আইটি ট্রেনিং সেন্টারটির কাজ সমাপ্ত হবে এবং আমরা আনুষ্ঠানিক ভাবে এর কার্যক্রম শুরু করতে পারবো। পরে তথ্য ও প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী পীরগঞ্জের শহীদ আবু সাঈদের বাড়ীতে গিয়ে প্রয়াত আবু সাঈদের কবর জেয়ারত ও তার পরিবারের সদস্যদের সাথে কুশলাদি বিনিময় করেন।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা