যায়যায় কাল প্রতিবেদক: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি মোটামুটি ভালো আছে। সার্বিক পরিস্থিতি উন্নতি হচ্ছে। মঙ্গলবার রাজধানীতে জেলা প্রশাসক সম্মেলনে অংশ নিয়ে এ কথা বলেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশ থেকে সমূলে দুর্নীতি বিনাশ করতে হবে, না হলে অগ্রগতি থেমে যাবে। এ বিষয়ে জেলা প্রশাসকদের দুর্নীতি রোধে নিদের্শনা দেওয়া হয়েছে।
জেলা প্রশাসকরা সীমান্ত এলাকায় বিজিবি বাড়ানোর প্রস্তাব দিয়েছেন বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।
তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি মোটামুটি ভালো আছে। সার্বিক পরিস্থিতির উন্নতি হচ্ছে। যতদিন ডেবিল থাকবে ততদিন অভিযান চলবে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা