
প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৪, ২০২৫, ৪:৫২ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১২, ২০২৫, ৯:৫৬ অপরাহ্ণ
আইপিই লেগাসি এডভিশনে দ্বিতীয় মাভাবিপ্রবির টিম “মধুখালার চা”

সমাপ্তী খান, মাভাবিপ্রবি: সাউথইস্ট ব্যাংক পিএলসি উপস্থাপিত আইপিই লেগাসি ১৫ এডভিশন – এ ১ পলিমার কর্তৃক পরিচালিত প্রোগ্ৰামে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিল্ম সোসাইটি তাদের দল হিসেবে উপস্থাপন করেছে "মধুখালার চা" এবং তাদের ক্লাব এই প্রতিযোগিতায় ২য় পুরস্কার অর্জন করেছে ।
প্রোগ্ৰামটি অনুষ্ঠিত হয় আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবারে । উক্ত ভিডিওতে অভিনয় শিল্পী হিসেবে ছিলেন তীর্থ পাল, মেহেরুন নেসা হিতৌষী এবং সাইদা সুলতানা । এই ভিডিওটি প্রযোজনা করেছেন – আবিদ সৌরভ প্রোডাকশন।
উক্ত ভিডিওর পরিচালক হিসেবে ছিলেন– রায়হান এস মাহমুদ এবং সহকারী পরিচালক হিসেবে ছিলেন– নীতুন কৃষ্ণ বিশ্বাস।
ভিডিওর চিত্রনাট্যের দায়িত্বে ছিলেন– মলি রানি এবং লাইটিং ও ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন– রুবায়াত হাসান সিমন্ত, মীর জাহান চন্দনা। মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিল্ম সোসাইটির রায়হান এস মাহমুদ বলেন , ''আমরা সত্যিই সম্মানিত আমাদের সকল সদস্যদের আন্তরিকতা, দলগত কাজ এবং উদ্দীপনা দেখে।এই অর্জন শুধু একটি পুরস্কার নয়—এটি আমাদের সম্মিলিত আবেগ ও কঠোর পরিশ্রমের প্রতিফলন।এই যাত্রায় যারা আমাদের পাশে থেকেছেন, তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ।এটি কেবল শুরু—এগিয়ে আরও অনেক মাইলফলক আমাদের অপেক্ষা করছে।''
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা