বশির আলমামুন, চট্টগ্রাম প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের স্বতন্ত্র প্রার্থী হুইপ সামশুল হক চৌধুরী আচরণবিধি লঙ্ঘন করে ভুল স্বীকার করেছেন। একই সঙ্গে তিনি ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড আর হবে জানিয়ে ক্ষমা প্রার্থনা করেন।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) হুইপ সামশুল চন্দনাইশ সিনিয়র সহকারী জজ শেখ মো. মহিবুল্লাহ আদালতে আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে লিখিত ব্যাখ্যা দেন।
চন্দনাইশ সিনিয়র সহকারী জজ আদালতের বেঞ্চ সহকারী অনি গুপ্ত বলেন, হুইপ সামশুল হক চৌধুরী নিজে আদালতে উপস্থিত হয়েছেন। তিনি আচরণবিধি লঙ্ঘনের কারণে ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন। তার লিখিত ব্যাখ্যা আদালত গ্রহণ করেছেন। এ বিষয়ে প্রতিবেদন নির্বাচন কমিশনে পাঠানো হবে। সেখান থেকে সিদ্ধান্ত আসবে।
এর আগে ৩০ নভেম্বর স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাতীয় পতাকাবাহী গাড়ি ও পুলিশ প্রটোকল নিয়ে এসে মনোনয়নপত্র জমা দেন হুইপ সামশুল হক চৌধুরী। এ কারণে ১ ডিসেম্বর চট্টগ্রাম-১২ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির প্রধান সিনিয়র সহকারী জজ শেখ মো. মহিবুল্লাহ তাকে ব্যাখ্যা দিতে বলেন। এর পরিপ্রেক্ষিতে হুইপ আদালতে হাজির হয়ে ব্যাখ্যা প্রদান করেন।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা