কেফায়েতুল্লাহ কায়সার, চট্টগ্রাম : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আলোকায়ন প্রকল্পের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শনিবার বিকালে অনুষ্ঠিত হবে।
ভারতীয় নমনীয় ঋণ চুক্তির অধীনে 'মডার্নাইজেশন অফ সিটি স্ট্রিট লাইট সিস্টেম এট ডিফ্রেন্ট এরিয়া আন্ডার চট্টগ্রাম সিটি কর্পোরেশন' প্রকল্পের চুক্তি স্বাক্ষরের জন্য চসিক ইতিমধ্যে প্রস্তুতি সম্পন্ন করেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মো. তাজুল ইসলাম এমপি। বিশেষ অতিথি থাকবেন স্থানীয় সরকার বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামান, ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে যোগদানের লক্ষে শুক্রবার বিকালে চট্টগ্রাম শাহ্ আমানত বিমান বন্দরে পৌঁছালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম কে শুভেচ্ছা জানান চসিক মেয়র।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা