মো. নজমুল ইসলাম, নেত্রকোণা: নেত্রকোণা আটপাড়া উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার আটপাড়া ডিগ্রি কলেজে সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে বিরতিহীন ভোট গ্রহণ। আটপাড়া উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট লিমিটেডের ১৬তম নির্বাচনে ৬টি পদে মোট ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
এরমধ্যে দুওজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ লোকমান হেকিম তালুকদার ২৫৮ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. নজমুল হক পেয়েছেন ২৩৩ ভোট। সাধারণ সম্পাদক পদে চারিয়া সরকারি প্রথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ মোশারফ হোসেন ২৬০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সারোয়ার জাহান পেয়েছেন ২৩১ ভোট।
এছাড়াও সহসভাপতি পদে একদিল মিয়া, সদস্য পদে ওবায়দুল হাসান, মো. মোফাজ্জল হোসেন ও মোছা. সেবা আক্তার শিল্পী নির্বাচিত হয়েছেন। এ নির্বাচনে ৫১৩ জন ভোটারের মধ্যে ৪১৩ জন ভোটার ভোট প্রদান করে। ভোট গণনা শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ মমিন আলী মিয়া।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এম সাজ্জাদুল হাসান, আটপাড়া অফিসার্স ইনচার্জ মো. আশরাফুজ্জামানসহ নির্বাচন পরিচালনা কমিটির সদস্য, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা