কাজী আল আমিন, বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া): ‘আমাদের নদীগুলো আমাদের ভবিষ্যৎ ‘ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বব্যপী পালিত হচ্ছে আন্তর্জাতিক নদীকৃত্য দিবস।
শুক্রবার দিবসটি উপলক্ষ্যে নদী ও প্রকৃতি সুরক্ষা সামাজিক আন্দোলন ‘তরী বাংলাদেশ’ কর্তৃক ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে ‘নদী রক্ষায় দায়িত্ব ও দায়বদ্ধতা ‘ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় বক্তারা নদী সুরক্ষার উপর গুরুত্ব আরোপ করেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – জাবেদ রহিম বিজন,সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব ; এবিএম মমিনুল হক, সাধারণ সম্পাদক, মাল্টিপার্টি এডভোকেসি ফোরাম; পীযুষ কান্তুি আচার্য, সভাপতি, জেলা নাগরিক ফোরাম ও সদস্য জেলা নদী রক্ষা কমিটি; দীপক চৌধুরি বাপ্পি, সভাপতি,ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়ন ; ইব্রাহিম খান সাদাত, সহ-সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব; বীর মুক্তিযোদ্ধা আবু হুরায়রা। সভায় সভাপতিত্ব করেন শামীম আহমেদ, আহবায়ক, তরী বাংলাদেশ। সভায় বক্তারা নদী রক্ষায় প্রশাসনের পাশাপাশি সবার সক্রিয় অংশগ্রহণের আহবান জানান।
সোহেল রানা ভূইয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন তরী বাংলাদেশ এর আহবায়ক কমিটির সদস্য খালেদা মুন্নী। আমন্ত্রিত অতিথিদের পাশাপাশি নদীরক্ষায় করনীয় সংক্রান্ত বিষয়ে বক্তব্য রাখেন তরী বাংলাদেশ এর সদস্য মাহবুব খাঁন ও সফিউল আলম সুমন, মোহাম্মদ জাবেদ হোসাইন, মো.সাবের হোসাইন, শাহ আলম পালওয়ান।
আলোচনা সভায় বিভিন্ন গণমাধ্যম কর্মী ও সংগঠনের নেতৃবৃন্দের পাশাপাশি আরো উপস্থিত ছিলেন তরী বাংলাদেশ এর আহবায়ক কমিটির সদস্য নাফিজ আহমেদ সেলিম, হৃদয় কামাল, মোস্তফা দেলোয়ার, সদস্য সাদেকুল ইসলাম ভূইয়া,আলমগীর হোসাইম,শাকিল আহমেদ, শাহগীর মৃধা, আব্দুল্লাহ আল মাহমুদ, আব্দুল হেকিম, জুবাইদুর রহমান মেহেদী প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা