খাঁন মো. আ. মজিদ, দিনাজপুর : দিনাজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক ফরিদা পারভীন শিক্ষার্থীদের দিনব্যাপী আন্দোলনের মুখে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন।
মঙ্গলবার বিকাল সাড়ে পাঁচটায় পদত্যাগপত্রে স্বাক্ষর করেন তিনি।
এর আগে সকাল ১০টা থেকে অধ্যক্ষ ফরিদা পারভীনের পদত্যাগের দাবিতে ক্যাম্পাসে আন্দোলন করতে থাকে সাধারণ শিক্ষার্থীরা। বিকালে অধ্যক্ষ পদত্যাগের পর ক্যাম্পাসে আনন্দ মিছিল করেন শিক্ষার্থীরা।
সমাজকর্ম বিভাগের নুসরাত জাহান মিরা জানান, দীর্ঘদিন থেকে কলেজে শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে কারণে-অকারণে দুর্ব্যবহার করতেন। দাপ্তরিক বিভিন্ন কাজে অনিয়ম-দুর্নীতির আখড়ায় পরিণত করেছিলেন। দিনাজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক ফরিদা পারভীন পদত্যাগ করায় আমরা সকল শিক্ষার্থী আনন্দিত।
আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে ছিলেন- রাষ্টবিজ্ঞান বিভাগের সায়েমা, বীথী, বর্ষা, দিয়া, রোমানা, মৌ, স্মৃতি, লীজা, ইভা, রেশমা, শারমীন, মারর্জিনা প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা