যায়যায় কাল প্রতিবেদক: ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে গত ৫ আগস্ট রাজধানীর বাড্ডা এলাকায় পুলিশের গুলিতে গুরুতর আহত হন ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কবি ও গীতিকার ইয়াসীন । তার গায়ে ৫০০ এর অধিক ছররা গুলির আঘাত রয়েছে।
তিনি বর্তমানে জিয়াউর রহমান ফাউন্ডেশন এর রিহ্যাবিলিটেশন কমিটির আহবায়ক ডা: শাহ মুহাম্মদ আমান উল্লাহ এর তত্ত্বাবধানে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন।
শনিবার তাকে হাসপাতালে দেখতে যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও ব্রাহ্মণবাড়িয়া -২ ( সরাইল ও আশুগঞ্জ) বিএনপির সংসদ সদস্য পদপ্রার্থী আহসান উদ্দিন খান শিপন। এ সময় তিনি ইয়াসীনের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন এবং চিকিৎসকের সঙ্গে কথা বলেন। তিনি গুলিবিদ্ধ ইয়াসীনের পরিবারের আর্থিক ও সামাজিক নিরাপত্তার দ্বায়িত্ব নেয়ারও ঘোষণা দেন।
রাজনৈতিক জীবনে আহসান উদ্দিন খান শিপনের ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক পথচলা শুরু হয় ১৯৯৩ সালে। ছাত্ররাজনীতির ক্যারিয়ারের শুরুতে তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিজ বিভাগের কমিটির ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক। পরবর্তীতে ১৯৯৯ সালে বিরোধী দলে থাকা অবস্থায় কবি জসীম উদ্দিন হলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। একই সময়ে হাবীব উন নবী খান সোহেল-নাসির উদ্দিন পিন্টু কমিটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য থেকে শুরু করে সর্বশেষ জুয়েল-হাবীব কমিটির সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন।
১/১১ এর দুঃসময়ে বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলন ও ফখরুদ্দিন-মঈনউদ্দিন সরকার হঠানোর আন্দোলনে শিপন এর ভূমিকা ছিল প্রশ্নাতীত। খালেদা জিয়ার নির্দেশে দলের সেই দুঃসময়ে সরাইল ও আশুগঞ্জ উপজেলা বিএনপি আহসান উদ্দিন খান শিপন এর নেতৃত্বে ঐক্যবদ্ধ ছিল। এই দীর্ঘ লড়াই সংগ্রামের পথে বহুবার কারাবন্দি হয়েছেন, নির্যাতিত হয়েছেন।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা