প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৪, ২০২৫, ৫:৩৭ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১, ২০২৫, ৬:৩৯ অপরাহ্ণ
আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা: যুবলীগ নেতাসহ ১১ জন কারাগারে
খাঁন মোঃ আঃ মজিদ, দিনাজপুর: দিনাজপুরের হিলিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা ও দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রওশন জামিলসহ বিভিন্ন মামলায় ১১ জনকে কারাগারে পাঠানো হয়েছে।শনিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে দিনাজপুর কারাগারে পাঠানো হয়।
এর আগে শুক্রবার (৩১ জানুয়ারি) রাত থেকে শনিবার সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার রওশন জামিল হিলির ধাওয়া নশিপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে। তিনি আলিহাট ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন মিয়া জানান, ছাত্র জনতার গণঅভ্যত্থানের মুখে গত ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর বিকেলের দিকে বিক্ষুব্ধ জনতা পৌর মেয়র জামিল হোসেন চলন্তের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। ওই দিন রাতেই মেয়রের ওই বাড়ি থেকে আসাদুজ্জামান নূর সূর্য ও নাইম ইসলাম নামে দুজনের দগ্ধ মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিস কর্মীরা।
এ ঘটনায় গত ১৯ আগস্ট নিহত সূর্যের ভাই সুজন বাদী হয়ে ২৩ জনকে নামীয় ও অজ্ঞাতনামা আরও ১০০ জনের বিরুদ্ধে হাকিমপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় সংশ্লিষ্টতার অভিযোগে রওশনকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন মামলার পলাতক আরও ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা