ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেন, যতোবার সরাইল-আশুগঞ্জে এসেছি ততোবার এখানকার আওয়ামী লীগের নেতাকর্মীরা বলেছেন আমরা নৌকা চাই। আমিও নৌকার পক্ষে সোচ্চার হবার কথা দিয়েছি। আমি সোচ্চার হয়ে প্রিয় নেত্রী শেখ হাসিনার কাছে নৌকা চেয়েছি। প্রিয় নেত্রী আমাদের ও সরাইল-আশুগঞ্জের নেতাকর্মীদের অন্তরের কথা শুনেছেন, এবার নৌকা উপহার দিয়েছেন। এতোদিন নৌকা ছিলো না বলে সরাইল-আশুগঞ্জের কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি।
বৃহস্পতিবার বিকেলে সরাইল উপজেলা সদরে সৈয়দ সিরাজুল ইসলাম মিলনায়তনে সরাইল উপজেলা আওয়ামী লীগের বিশেষ কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, সরাইল-আশুগঞ্জের মানুষদের সম্মান দেখিয়ে নেত্রী নৌকা দিয়েছেন, এবার আপনাদের প্রধান দায়িত্ব নৌকাকে বিজয়ী করে তাকে উপহার দেয়া। অধ্যক্ষ সাজু আমাদের প্রার্থী নয়, আমাদের মূল প্রার্থী নৌকা। এ আসনে নৌকা বারবার হেরে যাবার যে কলংক আমাদের মাথায় রয়েছে সেই কলংক থেকে মুক্তি পেতে নৌকাকে বিজয়ী করতে হবে।
এই বর্ষীয়ান রাজনীতিবিদ আরও বলেন, আগামী নির্বাচনে নেত্রী শেখ হাসিনাকে সম্মান করে আমাদের সকলের সর্বোচ্চ সক্রিয় আচরণ করতে হবে।
সরাইল উপজেলা আওয়ামী লীগ সভাপতি এড.নাজমুল হোসেনের সভাপতিত্বে ও আওয়ামী লীগ নেতা মো.মনির হোসেন, সাইফুল ইসলাম ঠাকুর রাব্বীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলী আজাদ।
বক্তব্য রাখেন, নৌকার প্রার্থী অধ্যক্ষ শাহজাহান আলম সাজু, জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি মো.হেলাল উদ্দিন, সহসভাপতি হাজি মো.হেলাল উদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী মন্টু, আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান আনসারী, আবদুল হান্নান রতন, সরাইল উপজেলা চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর, আশুগঞ্জ উপজেলা চেয়ারম্যান হানিফ মুন্সী, বীর মুক্তিযোদ্ধা এড.আবদুর রাশেদ, জেলা যুবলীগ সভাপতি এড. শাহানুর ইসলাম, জেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি এড.লোকমান হোসেন, জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শোভন প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা