
মো: ওসমান গণি (ইলি), কক্সবাজার: ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও মহল্লা এবং পার্শ্ববর্তী ইসলামপুর ইউনিয়নের একাধিক এলাকায় গণসংযোগ ও পথসভা করেছেন সাবেক সংসদ সদস্য আলহাজ্ব লুৎফর রহমান কাজল।
বিপুলসংখ্যক সাধারণ মানুষ ও বিএনপির নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এসব পথসভা উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয়।
সোমবার বিকাল পাঁচটার দিকে পোকখালী ইউনিয়নে পৌঁছে একটি জনসভায় যোগ দেন সাবেক সংসদ সদস্য আলহাজ্ব লুৎফর রহমান কাজল।
এ সময় তিনি উপস্থিত জনতার উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে বলেন, আমিও অন্যায় করবো না, আপনাদেরকেও অন্যায় করতে দেবো না। জনগণের অধিকার রক্ষা, এলাকার সার্বিক উন্নয়ন এবং একটি সুন্দর ভবিষ্যৎ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আমি সবসময় সাধারণ মানুষের পাশে ছিলাম, ইনশাআল্লাহ আগামীতেও পাশে থাকবো।
তিনি আরও বলেন, জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, উন্নয়নমূলক কার্যক্রম জোরদার করা এবং একটি শান্তিপূর্ণ ও মানবিক সমাজ গঠনের জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। অন্যায়, অনিয়ম ও বৈষম্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে জনগণের দাবি আদায় করার আহ্বান জানান তিনি।
পথসভা ও জনসভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি এম. মমতাজ ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম, পোকখালী ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম, সাধারণ সম্পাদক ইসমাইল, যুবদলের সভাপতি আজম খান, সাধারণ সম্পাদক মনজুরসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী এবং স্থানীয় সমর্থকরা।
এদিকে মঙ্গলবার বিকাল চারটায় পোকখালীতে একটি বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। উক্ত জনসমাবেশ সফল করতে সকল শ্রেণি-পেশার মানুষ, দলীয় নেতাকর্মী ও সমর্থকদের স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা