জাহিদ খান
আমি তোমাকেই চাই আমি তোমাকেই চাই, হ্যাঁ আজও আমি তোমাকেই চাই।
দীর্ঘ মাস,বছর, যুগ পরেও।এ আকাশ আজও মেঘলা এ মেঘ আজও বৃষ্টি হয়ে ঝড়ে।
এ বৃষ্টি কভু শুকায় না, কভু থামেও না, আবার আহ্লাদের করুণ দৃষ্টিতে চেয়ে থাকে দূর অজানার দেশে।
ও পথ আজও রিক্ত আজও অদৃশ্য ছায়ায় তুমি মমতাময়ী। আমায় আজও ডাকে সেই পথপায়ের পঞ্চ মুখরিত ধূলিকণা। লোম ঘেঁষে বিস্তীর্ণ সে আদুল।
বকুল আজও শুধায় -"কতকাল ব্যাপিয়া গাঁথা হয়নি মালাকুড়ায়নি কেউ, বরং দুলিছে পায়ের অঙ্গুলি দ্বারা।
"ও ডালের কৃষ্ণচূড়া আজও নেয়নি কেহকারো পবিত্র হস্ত তুলিয়া।নিয়েছে তবে সবে, রাঙায় নি কেহ তারেছুড়ে দিয়েছে সবটুকু ।
আবার এসেছে অগণিত জনে, তবু গল্প করেনি তার সাথে আজও কি অভিমান তার!একটু শ্রান্তির ধকল। আমায় কেহ দেয়নি ঠাঁই আমি আজও তোমাকেই চাই।
যায়যায়কাল/মোহাইমিনুল
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা