খাঁন মো. আঃ মজিদ, দিনাজপুর: দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় শিয়াল মারার বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে উম্মে হাবিবা (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার রাত আটটার দিকে উপজেলার পালশা ইউনিয়নের শালগ্রাম গ্রামের একটি হাঁসের খামারের পাশে শিশুটির মরদেহ পাওয়া যায়।
উম্মে হাবিবা ওই গ্রামের হাবিজুল ইসলাম ও আনোয়ারা বেগম দম্পতির মেয়ে। সে শালগ্রামের পুড়ইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে এলাকায় ঝড় হয়। এ সময় হাবিবা বাড়ির পাশে একটি আমগাছের নিচে আম কুড়াতে যায়। তবে সন্ধ্যা পেরিয়ে গেলেও সে আর ফিরে আসেনি। পরিবারের লোকজন আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। রাত আটটার দিকে স্থানীয় লোকজন মাহফুজার রহমানের হাঁসের খামারের পাশে শিয়াল মারার বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে থাকা অবস্থায় হাবিবার মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে পরিবারের সদস্যরা গিয়ে মরদেহ শনাক্ত করেন।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক বলেন, বৈদ্যুতিক ফাঁদে স্পৃষ্ট হয়ে শিশুটির মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় গতকাল দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা