খান মো. আঃ মজিদ, দিনাজপুর: সারাদেশব্যাপী রোববার আওয়ামী লীগের ডাকা হরতালকে কেন্দ্র করে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষায় এলাকায় চলছে টহল ও নজরদারি কার্যক্রম।
বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান জাহিদ সরকার জানিয়েছেন, যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে থানা পুলিশের পক্ষ থেকে ‘ডেভিল হান্ট’ নামের একটি বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এ অভিযানের আওতায় সন্দেহভাজন ব্যক্তিদের উপর নজরদারি ও তল্লাশি কার্যক্রম চালানো হচ্ছে।
তিনি আরও বলেন, “আমরা জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। হরতালকে কেন্দ্র করে কেউ নাশকতা বা সহিংসতা সৃষ্টি করতে চাইলে কঠোরভাবে মোকাবিলা করা হবে।”
স্থানীয় সূত্রে জানা যায়, হরতাল ঘিরে জনমনে কিছুটা উৎকণ্ঠা থাকলেও পুলিশের সক্রিয় উপস্থিতিতে এলাকার পরিস্থিতি এখন পর্যন্ত শান্ত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা