তানভীর হাসান তৌফিক: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের দূর্গাপুর ইউনিয়নের আহলে সুন্নাত ওয়াল জামায়াতের উদ্যােগে জশনে জুলুস ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার আশুগঞ্জের খড়িয়ালা থেকে জুসনে জুলুসের র্যালি শুরু হয়। বাহাদুপুর, দূর্গাপুর, বগইর গ্রামের ভেতরের রাস্তা দিয়ে ঘুরে এসে খড়িয়ালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসে র্যালিটি শেষ হয়।
র্যালী শেষে অনুষ্ঠিত হয় মিলাদ মাহফিল। গদিনিশীন বাহাদুরপুর জালালী দরবার শরীফের পীর আলহাজ্ব খন্দকার বাবুল শাহ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন দূর্গাপুর ইউনিয়ন আহলে সুন্নাত ওয়াল জামাতের সাধারণ সম্পাদক হাজী সালাউদ্দিন ভূঁইয়া।
বক্তারা বলেন, ১২ রবিউল আউয়াল মানবজাতির জন্য রহমত হিসেবে প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) পৃথিবীতে আগমন করেন। তিনি শান্তি, সৌহার্দ্য, সাম্য ও মানবতার মহান আদর্শ প্রতিষ্ঠা করেছিলেন।
উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলার বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জজ কোর্টের সহকারি পিপি এডভোকেট মোঃ জসিম উদ্দিন। আব্দুল হামিদ রানা,শাহজাহান মিয়া, হাজী ইকবাল হোসেন, হাজী যোবায়ের হায়দার বুলু, হাজী জসিম উদ্দিন, মুজিবুর রহমান। বগইর গ্রাম থেকে উপস্থিত ছিলেন, ইমাম আবদুল কাদির সাহেব,মোহন ভূইয়া,হাজী সাজেদুল ইসলাম ভূইয়া, আবুল বাশার। খড়িয়ালা থেকে, হাজী আবুল বাশার সরকার, আসলাম হোসাইন, মুস্তফা।
মাওলানা আমিনুল ইসলাম জালালী, মাওলানা মহিউদ্দিন মোল্লা, মাওলানা আবু লায়েছ, হাফেজ তারিফুল ইসলাম প্রমুখ সহ বিভিন্ন মাদ্রাসার ছাত্ররা উপস্থিত ছিলেন।
শাহ মোহাম্মদ আব্দুর রহমান জালালী মিলাদ পরিচালনায় এবং মুফতি রেদুয়ান হোসেন আল কাদরির বিশেষ দোয়ার মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা