এম, নুরুল আলম সরকার, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার পশ্চিম মেড্ডা এলাকা থেকে মঙ্গলবার বিকালে শরীফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাবেক ইউপি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাইফুদ্দিন চৌধুরীকে গ্ৰেফতার করেছে যৌথবাহিনী।
সাইফুদ্দিন চেয়ারম্যান শরীফপুর ইউনিয়নের দক্ষিণ তারুয়া গ্ৰামের মরহুম ধন মিয়া চৌধুরীর ছেলে। গ্ৰেফতারের পর মঙ্গলবার রাতে তাকে আশুগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বুধবার তাকে আদালতে প্রেরণ করা হয়।
পুলিশ জানায়, ধৃত সাইফুদ্দিন চেয়ারম্যানের বিরুদ্ধে ঢাকার যাত্রাবাড়ী ও পল্টন থানায়, আশুগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় বিস্ফোরক আইনে ৭ টি মামলা রয়েছে।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিল্লাল হোসেন জানান, সাইফুদ্দিন চেয়ারম্যানের বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরক আইনে একাধিক মামলা রয়েছে। মঙ্গলবার বিকালে আশুগঞ্জ থানা পুলিশ ও র্যাব এর একটি টিম ডেভিল হান্টের অভিযান চালিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার পশ্চিম মেড্ডা এলাকা থেকে তাকে গ্রেফতার করে। পরে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা