তানভীর হাসান তৌফিক, আশুগঞ্জ প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক বন্ধনকে সুসংহত করার লক্ষ্যে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে আশুগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। এই সময় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মো. শাহগীর আলম।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহীন, আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হানিফ মুন্সি, আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অরবিন্দ বিশ্বাস, সিনিয়র সহকারী পুলিশ সুপার সরাইল সার্কেল মো. আনিসুর রহমান, আশুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী তাহমিনা সারমিন, আশুগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম পারভেজ, মহিলা ভাইস চেয়ারম্যান লিমা সুলতানা, আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজাদ রহমান, উপজেলা আওয়ামী লীগ এর যুগ্ম আহবায়ক আবু নাসের, বাংলাদেশ আইন সমিতি সাবেক সভাপতি কামরুজ্জামান আনসারী, আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. মোজাম্মেল হক প্রমুখ।
সভায় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা/কর্মচারী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, সুশীল সমাজের প্রতিনিধি, ধর্মীয় নেতা, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, ইমাম, পুরহিত ও শিক্ষকসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
সভায় আশুগঞ্জ উপজেলায় ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক বন্ধনকে সুসংহত করার লক্ষ্যে সকল ধর্মেও লোকজনকে আন্তরিকতা বজায় রাখার বিষয়ে সকলেই একাত্মতা প্রকাশ করেন। এছাড়াও আগামী দূর্গা পূজাকে ঘিরে কেউ যাতে কোন ধরনের নাশকতা করতে না পারে এই বিষয়ে সকলেই সতর্ক থাকার অনুরোধ জানায় জেলা প্রশাসক মো. শাহগীর আলম।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা