তানভীর হাসান তৌফিক, আশুগঞ্জ প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নারীর ক্ষমতায়নে কাজ করছে ‘তথ্য আপা'প্রকল্প। ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে উপজেলার সুবিধাবঞ্চিত নারীদের ক্ষমতায়নে কাজ করছে 'তথ্য আপা'প্রকল্পটি।
এ প্রকল্পের মাধ্যমে বিশেষ করে গ্রামের অসহায়, দরিদ্র, সুবিধাবঞ্চিত কিংবা কম সুবিধাপ্রাপ্ত নারীর তথ্যে প্রবেশাধিকার এবং তাদের তথ্যপ্রযুক্তির সেবা দেওয়া হচ্ছে।
বৃহষ্পতিবার উপজেলা তথ্য সেবা কর্মকর্তা শারমিন ভূঁইয়া গনমাধ্যমকে জানান, উপজেলায় এ পর্যন্ত ৭০টি উঠান বৈঠক হয়েছে। প্রতিটি বৈঠকে ৫০ জন সুবিধাবঞ্চিত নারী অংশগ্রহণ করেছেন।
তথ্য আপা প্রকল্পের সাহায্যকারী দল (মিনার) সদস্য তানজিনা, বলেন, মিনা দলের তাঁদের পাঁচজন সদস্য রয়েছেন। গ্রামীণ সুবিধাবঞ্চিত নারীদের সংগঠিত করার কাজটি করছে মিনা দল । যাতে করে নারীরা সহজে তথ্য আপা প্রকল্পের বিভিন্ন সেবা পেতে পারেন।
উপজেলা তথ্য সেবাকেন্দ্রের প্রকল্প কমিটির সদস্য লিমা সুলতানা বলেন, তিনি বেশ কয়েকটি উঠান বৈঠকে অংশগ্রহণ করেছেন। গ্রামীণ সুবিধাবঞ্চিত নারীরা তথ্য আপার মাধ্যমে বিভিন্ন সেবা পাচ্ছেন। এটি দেখে খুবই ভালো লেগেছে।
এ ব্যাপারে উপজেলার তথ্য সেবা কর্মকর্তা শারমিন ভূঁইয়া আরও বলেন, আশুগঞ্জের তথ্য আপা প্রকল্পের অধীনে উপজেলার সুবিধাবঞ্চিত নারীদের সেবার আওতায় আনা হবে। এ পর্যন্ত তথ্য সেবাকেন্দ্রে ও উঠান বৈঠকের মাধ্যমে ২২ হাজার সুবিধাবঞ্চিত নারীকে বিভিন্ন সেবা দেওয়া হয়েছে। তাছাড়া লাল সবুজ অনলাইন টিমের মাধ্যমে নারী উদ্যোক্তারা ব্যবসা করার সুযোগ পাচ্ছে ,অনলাইনে মেয়েদের ভর্তি সংক্রান্ত চাকরির আবেদন বিনামূল্যে দেওয়া হচ্ছে, এছাড়া ডিজিটাল ডিভাইসের মাধ্যমে নারীদের বাড়ি বাড়ি গিয়ে প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অরববিন্দ বিশ্বাস বাপ্পী জানান, নারীদের ক্ষমতায়নের লক্ষ্যে ডিজিটাল সেবার কাজটি করে যাচ্ছে তথ্য আপা প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে সরকারি সেবাগুলো নারীদের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা