
খাইরুল হাসান, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া): ফিরোজ মিয়া সরকারি কলেজ, আশুগঞ্জে দ্বাদশ শ্রেণির আসন্ন প্রাক-নির্বাচনী ও নির্বাচনী পরীক্ষা উপলক্ষে মঙ্গলবার এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের আলম শাহ্। সকাল ১০টায় কলেজ অডিটরিয়ামে শুরু হওয়া এই সভায় শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সভায় আসন্ন পরীক্ষার প্রস্তুতি, পরীক্ষার নিয়মনীতি ও শিক্ষার্থীদের পড়াশোনার অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি অভিভাবকদের সন্তানদের প্রতি আরও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।
সমাবেশে অধ্যক্ষ শিক্ষার্থীদের মনোযোগী হয়ে অধ্যয়ন করার পরামর্শ দেন এবং পরীক্ষায় সাফল্যের জন্য সবার সহযোগিতা কামনা করেন।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা