মো: রমিজ আলী, সীতাকুণ্ড (চট্টগ্রাম): বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী সোমবার দেশব্যাপী যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে সারাদেশের ন্যায় চট্টগ্রাম উত্তরজেলা, মহানগর এবং দক্ষিণ জেলা বিএনপির আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে সীতাকুণ্ড উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মিরা মিছিলে যোগদান করেন।
এতে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড থানা বিএনপির আহবায়ক ডা: কমল কদর, সদস্য সচিব কাজী মোহাম্মদ মহিউদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক কাজী মো সালাউদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোরসালিন, সীতাকুণ্ড উপজেলা যুবদলের সাবেক সভাপতি ফজলুল করিম চৌধুরী, সীতাকুণ্ড উপজেলায় বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন দুলাল, সীতাকুণ্ড উপজেলা বিএনপির সদস্য জানে আলম বাবুল, সীতাকুণ্ড উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক বেলাল হোসেন,কুমিরা ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি ইদ্রিস মিয়া মনির,সাবেক সাংগঠনিক সম্পাদক মঞ্জরুল আলম মন্জু, ছাত্র ও যুবনেতা জগলুল হোসেন নয়নসহ প্রমুখ।
বক্তারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন ধরে সংগ্রাম করে আসছে। এ দল জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতীক হয়ে উঠেছে। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী আমাদের নতুন প্রেরণা জোগায়।
নেতৃবৃন্দ আরও বলেন, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপি জনগণের পাশে থেকে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করবে। তারা নতুন প্রজন্মকে দলের আদর্শে উজ্জীবিত হয়ে এগিয়ে আসার আহ্বান জানান।
স্থানীয় নেতা-কর্মীদের অংশগ্রহণে পুরো অনুষ্ঠানস্থল ছিল উৎসবমুখর পরিবেশে ভরপুর। ব্যানার, ফেস্টুন ও দলীয় শ্লোগানে মুখরিত হয়ে ওঠে এলাকা।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা