
প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৪, ২০২৫, ৬:১৫ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৬, ২০২৫, ৯:২১ অপরাহ্ণ
আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বোচাগঞ্জে মানববন্ধন
খান মো. আঃ মজিদ, দিনাজপুর: দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জে নীলা রানী নির্যাতনের ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুর ১২টায় সেতাবগঞ্জ প্রেসক্লাবের সামনে এই মানববন্ধনের আয়োজন করে ভুক্তভোগী পরিবার ও উপজেলার সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন স্তরের মানুষ। মানববন্ধনে অংশ নিয়ে নীলা রানীর ছেলে হৃদয় চন্দ্র রায় বলেন, “আমার মা একজন সাধারণ গৃহবধূ। ৪নং আটগাঁও ইউনিয়নের সাবেক ইউপি মেম্বার বাবুল রহমান, তার ভাই তরিকুল রহমান, শরিফুল ইসলাম ও বাবুলের ছেলে মুন্না পরিকল্পিতভাবে আমাদের ওপর হামলা চালিয়ে আমার মাকে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে। তারা জামিনে মুক্তি পেয়ে আমাদের নানা ধরনের হুমকি দিয়ে যাচ্ছে। আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই, তাই প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।” ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, বোচাগঞ্জ উপজেলার মনিপুর গ্রামের বাসিন্দা ও মৃত অনিত্র চন্দ্র রায়ের স্ত্রী নীলা রানী (৪৪) পূর্ব শত্রুতার জেরে বর্বর হামলার শিকার হন।
অভিযুক্তরা একই ইউনিয়নের মোঃ মোজাম্মেল হকের তিন পুত্র বাবুল, তরিকুল, শরিফুল এবং বাবুলের ছেলে মুন্না। ঘটনার দিন নীলা রানীর ছোট ছেলে ইনাফ চন্দ্র রায় বোচাগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা জানান, আসামিরা প্রভাবশালী হওয়ায় তারা জামিনে মুক্ত হয়ে এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি করছে। তাই ন্যায়বিচার ও নিরাপত্তার স্বার্থে তারা প্রশাসনের কঠোর পদক্ষেপ কামনা করছেন। মানববন্ধন থেকে দ্রুত বিচার ও আসামিদের গ্রেপ্তারের জোর দাবি জানানো হয়।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা