নিজস্ব প্রতিবেদক, ঢাকা: ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মুনিম হাসান ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক হিসেবে যোগদান করেছেন।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) ইসলামিক ফাউন্ডেশন প্রধান কার্যালয়ে তিনি যোগদানের পর এক পরিচিতি সভায় মিলিত হন।
ইফা: সুত্রে জানাযায়, বৃহস্পতিবার সকালে নবনিযুক্ত মহাপরিচালক ইসলামিক ফাউন্ডেশন প্রধান কার্যালয়ে তার নিজ কক্ষে এক পরিচিতি সভায় মিলিত হন। এসময় উপস্থিত ছিলেন, ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন প্রকল্পের পরিচালক, বিভিন্ন বিভাগের পরিচালক, ইসলামিক ফাউন্ডেশনের উপ-সচিব আবু সাঈদ। মো. মুনিম হাসান সফলভাবে দায়িত্ব পালন করার জন্য সবার সহযোগিতা কামনা করেন।
এর আগে গত মঙ্গলবার (১ নভেম্বর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মুনিম হাসানকে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক হিসেবে অতিরিক্ত দায়িত্ব প্রদান করে আদেশ জারি করে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা